প্রকাশিত: Tue, Jan 17, 2023 11:31 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:38 AM

মানবসম্পদ উন্নয়নে আমাদের সামান্যতম কোনো মনোযোগ নেই, বিনিয়োগ নেই

গোলাম মোর্তোজা

আমরা পারি না, স্যাটেলাইট বানাই বিদেশি ঋণে বিদেশ থেকে বিদেশিদের দিয়ে,পাঠাই বিদেশিদের দিয়ে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাই বিদেশি ঋণে বিদেশিদের দিয়ে,বিশেষজ্ঞ তো দূরের কথা নিজেদের একজন টেকনিশিয়ানও নেই। আমরা সড়ক-সেতু বানাতে পারি না। এমনকি টোলও নিতে পারি না। বিদেশিরা টোল নিয়ে দেয়। কয়লা বিদ্যুৎকেন্দ্রও নিজেরা বানাতে পারি না, বিদেশিদের দিয়ে বানিয়ে নেই। 

জনগণের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সও নিজেরা দিতে পারি না, বিদেশিদের ডেকে আনতে হয়। রাজনীতিবিদ ও আমলারা বিমান-রেল-পাটকলৃকোনো একটি প্রতিষ্ঠান ঠিকমত চালাতে পারে না। আছে শুধু দাম্ভিকতা। মানবসম্পদ উন্নয়নে আমাদের সামান্যতম কোনো মনোযোগ নেই, বিনিয়োগ নেই। দেশ নাকি এগিয়ে যাচ্ছে, অথচ শিক্ষা নিম্নমুখী। স্মার্ট, ডিজিটাল কতো রকমের গল্প আমাদের। লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে